ব্লগারে কিভাবে কপি-পেস্ট বন্ধ করবেন – ২০২২
আপনি হয়তো প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্যয় করছেন পোস্ট লেখার পেছনে। একটি পোস্ট লিখতে এবং ভালোভাবে সাজিয়ে পোস্ট করতে হয়তো আপনার এক-দেড় ঘন্টা সময় লেগে যায়। কিন্তু এত কষ্ট করে পোস্ট লিখেও দিন শেষে দেখলেন আপনার পোস্ট টি কেউ একজন কপি করে নিয়ে তার সাইটে পোস্টো করে দিয়েছে।
তখন এত কষ্টের পোস্টটা বৃথা হয়ে যায় পাশাপাশি গুগলে আপনার কন্টেন্টটা ডুপ্লিকেট হয়ে গেলো। যার ফলে সাইটে ভিজিটর আসাও কমে যেতে পারে এবং সার্চ ক্রলারগুলো ভেবে নিতে পারে যে আপনি কপি পোস্ট করেন। ফলে ধীরে ধীরে সাইটের র্যাংকও হাড়াতে পারেন। তাই কন্টেন্ট যাতে চুরি না হয়ে যায় বা কেউ যাতে আপনার আর্টিকেল কপি করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া দরকার।
বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে ব্লগার সাইটে কপি-পেস্ট করা আটকানো যায়। এটা করার জন্য আমরা মাউসের রাইট ক্লিক বা লং ক্লিক অপশন টি বন্ধ করে দেবো। এটা করার জন্য আমাদের কিছু কোড বসাতে হবে।
ব্লগারে কিভাবে কপি-পেস্ট বন্ধ করবেন
- প্রথমে আপনার ব্লগার সাইটে লগিন করুন।
- এরপর Theme > Edit HTML এ যান।
- এবার </:skin> এই ট্যাগটি খুঁজে বের করে, ঠিক তার আগে নিচের কোডটি কপি করে নিয়ে বসিয়ে দিন।
body { -webkit-user-select: none !important; -moz-user-select: -moz-none !important; -ms-user-select: none !important; user-select: none !important; }
- এবার Save করে নিন।
কোডটি সেইভ করার পর কেই আর আপনার সাইট থেকে কিছু কপি করতে পারবে না। যার ফলে সাইটের কোন কন্টেন্টও কপি করে নিয়ে নিজের সাইটে পোস্ট করতে পারবে। এই পদ্ধতিতে আপনি আপনার কষ্টের কন্টেন্ট চুরি হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন।
কপি-পেস্ট বন্ধ করার সুবিধা
- এডসেন্স ইনভেলিড সমস্যার হাত থেকে বাঁচা যায়।
- সাইটের বাউন্স রেট কমানো যায়।
- কন্টেন্ট কপি বা চুরি হয়ে যাওয়া এবং গুগলে কন্টেন্ট ডুপ্লিকেট হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।
- গুগলে কন্টেন্ট ডুপ্লিকেট আসবে না, ফলে সাইটের র্যাংক বাড়াতে সাহায্য করবে।
কেমন লাগলো আজকের পোস্টটি? কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো নতুন নতুন টিপস-ট্রিক্স পেতে প্রতিদিন আমাদের সাইটে ভিজিট করুন।
আরো দেখুনঃ